ভালোবাসার সূর্যোদয়।
লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ১৯ আগস্ট, ২০১৪, ০৭:২৩:২৭ সন্ধ্যা
- এই, আপনি কি প্রতিদিন আমার চোখের পানে তাকিয়ে থাকেন যখন আমি ঘুমিয়ে রই?
- কেনো সেটা কি প্রতিদিনই তুমি দেখো আমার প্রিয়া?
- ইয়ে না মানে তা হবে কেনো?
- তাহলে প্রশ্ন করলা কেন!?
- মানে ইয়ে আসলে মানে ইয়ে ইয়ে!!
- থাক আর ন্যাকামি করতে হবেনা। সত্যিই করে বলোতো তুমি কি বোঝ! আমার চোখের ভাষা? আমার প্রশ্ন যা এ চোখের প্রতিটি কোনে আছে?
হৃদয়ের কল্পনায় চোখের প্রতিটি পাতায় আমার রাজ্যে আমি যে তোমাকে নিয়ে হারিয়ে যাই, আমার আকাশে আমার রাজ্যে যেখানে শুধুই তুমি আর তুমি। আর কেউ নাই কখনও ছিলোনা কখনও রবেনা! আমার একটা রাজ্য আছে সেখানে তুমিই আমার রানী। আমার রাজত্বে তোমাকে নিয়ে আমি ভেসে বেড়াই দূর থেকে দূর বহুদুর অসীম এক গন্তব্য পানে।
কল্পনার প্রবাহিত হিম ঠান্ডা!! বাতাসে আমি আর তুমি উড়ে বেড়াই,
কল্পনার আগুন যখন তাড়া করে, তখনই একপশলা বৃষ্টি এসে ভিজিয়ে দেয় আমাদের।
বিজলীর হঠাৎ আর্তচিৎকারে তুমি ভয়ে একাকার হয়ে যাও আমার মাঝে।
কখনও কি পারবে আমি হতে দূরে যেতে ?
গগনবিদারী সেই হাহাকার! দেখো নি কভু! অনুভবে কি রাখো নি? আমার ভালবাসার সেই আর্তচিৎকার শুধুই তুমি আর তুমি?!!
কল্পনার রং এ তোমাকে আমি রাঙিয়ে দেই নিজের মত করে।
একদম নিজের মত করে। ভালোবাসার রংধনুর নীল রং এ, গাঢ় নীল রং এ।তোমাকে সাজাই পূর্নিমার জোসনা দিয়ে।
মনে কি পড়ে বাঁশঝাড়ের বাঁশ পাতার মাঝ দিয়ে সারারাত্রি জোসনা দেখা? পূর্নিমায়, ভরা পূর্নিমা দেখা। স্মৃতির পাতায় ঠাই নেয়া প্রতিটি রোযনামচা তোমাকে ঘিড়ে।
মনে কি পড়ে সেইদিন যখন সাঁঝের বেলায় তোমার আমার কথামালা কেবল মাত্র শুরু হয়েছিলো আর তখনই মুয়াজ্জিন এর ফজর আজানের ধ্বনি,
আমি বললাম সেকি কথা? আমরা না কেবলি কথা শুরু করলাম? তুমি বললে মুয়াজ্জিন বোধহয় ভুল করছে। এত তাড়াতাড়ি ফজর হয়ে গেলো কি করে?(!)
মনে কি পড়ে নদীর তীরে বসে চা পান করা আর ঢেউ এর আলতো স্পর্শে আমাদের ভিজে যাওয়া।
নদী তীরে বসে কতশত সূর্যাস্ত দেখা?(!)
তুমি আমার সূর্যোদয়,
প্রথম প্রহরের রক্তিম সূর্যোদয়।
আরো কতশত প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর আমি চাই হে আমার প্রিয়া!
-আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি দেখুন আমার চোখ। আপনার সকল প্রশ্নের উত্তর আমার এ চোখে আছে দেয়া।
তাকিয়ে থাকুন মহাকাল ধরে খুজে নিন সকল উত্তর!!!
-ধপাস!!!!!!!.........
- হঠাৎ মা এসে এই তুই আজকেও বিছানা থেকে পড়ে গেলি?
বিছানার সাথে এত যুদ্ধ করিস কেন?
চোখ মুছতে মুছতে চিন্তা ইশশ!!!! সবি গেলো হাওয়ায় মিলে।
বিষয়: সাহিত্য
১৯৩৬ বার পঠিত, ১২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খাম্মুনি হারিকেনের খুব দ্রুত এবং আমার অনেক আগে বিয়ে হবে ইনশাআল্লাহ।
বিয়ে করছেন আহ্ মনি?
প্রতিষ্ঠিত হতে হবে সবাই তাই কয়
প্রতিষ্ঠিত হবেন কবে?
দেইখো যাতে না ফাটে।
সাবধান হুশিয়ার।
হা সাবধান না হলে যে কোন মুহুর্তে স্বপ্ন ভেঙে আঘাতের মাধ্যমে খান খান হয়ে যেতে পারে।
জাজাকাল্লাহু খাইরান খাম্মুনি।
আমি মইরা যাবো
hariken just kidding.....
আমাল ঝুনঝুনি তই দাডু?
হা বিয়ের আগের স্বপ্ন আর প্রথম দিকটা অনেকটা এরকম।
হা হা হা
লিখা শেষ করে আমি নিজেও অনেক হেসেছি
অনেক ধন্যবাদ ভাইয়া।
একদম নাতি পর্যন্ত।
হা হা হা
আপনার কমেন্টস পড়ে কতযে হাসলাম।
জাজাকাল্লাহ।
বড় ভাই বিয়ের দাওয়াত যেনো পাই।
রোমান্টিক কিছু ডায়লগ বানাই রাখেন নাইলে কান মলা খাইবেন।
না ভাই, ঐ দলে আমি নাই। সাংসারিক বিষয় আমি কিছুই বুঝি না। আমি এভাবেই ভালো আছি।
রসুলুল্লাহ সল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম আম্মাজান আয়িশা (রাযি.) কে পূর্ববর্তী কিছু মহিলার স্বামী সম্পর্কে গল্প শুনিয়েছেন।
হাদীসটি হাদিসে উম্মে জারা নামে প্রসিদ্ধ।
নবিজি সল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম আয়িশা (রাযি.) এর সাথে দৌড় প্রতিযোগিতাও করেছেন।
হা জনাব জানার বুঝার অনেক কিছুই আছে ঘাকড়াইলে চলবোনা।
সে কেনো যে আপনাকে তাকাতে বললো! না তাকালে আরো দীর্ঘ হতো এমন চমৎকার পোস্টটি!!
আচ্ছা! আপনি তাহলে প্রতিদিন ধপাস করে পড়ে ঘুম থেকে উঠেন তাই না!!
আর বাক্যমালার কৃতজ্ঞতা আপনাদের লেখার কনসেপ্ট থেকে নেয়া।
হা ছোট বেলায় দুবার পড়েছিলাম কিন্তু বড় হয়ে কখনও খাট থেকে পড়েছি কিনা মনে নেই
গঠনমূলক এবং হৃদয়স্পর্শি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
তাই বিয়ের আগে কল্পনায় শুনাই দেই কিছু কথা।
কারন বিয়ে হলে সে চান্সো থাকবেনা আর
ছেলেরা শোনে মেয়েরা খালি বলে- কনসেপ্ট।
আমার জুনিয়র এক ক্লাস ওর তিনটা বাবু।
আমার পিঠাপিঠি কাজিন ওর একটা বাবু
আর তুমি?
@হারি ভীতুর ডিম, আন্টিকে বলে তাড়াতাড়ি শুভ কাজটি <:-P সেরে ফেলুন! আর কতোদিন এভাবে ধপাসসসসস্ করে পড়ে পড়ে হাড্ডি ভাঙ্গবেন!??
আমাদের কে কেউ বিয়ে দেয়না।
থ্রেড খাইছি যাতে বিয়ে না করি।
নিজেতো পার হইছেন ছোটভাইদেরকেও একটু দেইখেন
কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, বিয়ের আগে!!
আবার যেন ধপাসসসসসস না হয়
পোষ্টের নামঃ হারিকেনের পাত্রি চাই।
পোষ্টের নামঃ হারিকেনের পাত্রি চাই।
সব গ্যাঞ্জাম শেষে লাগলো
বিয়ের পড়ে স্বপ্ন কি সত্যি হয় @ভাবী
অভিনন্দন আওন কে
বৃত্তাপুকে না জানিয়ে আওণ বিয়েই করবেনা।
অধিকন্তু অগ্রিম শুভেচ্ছার জন্য প্রিয় বৃত্তের বাইরে আপুটাকে অন্নেক অন্নেক থাংকু।
তোমাতে করিব বাস ...
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
দীর্ঘ বারোশ মাস ...''
এখন মনে হচ্ছে রবিবাবু হয়ত আওণের বিরহকালকে উপলব্ধি করেই এই লাইন কটি লিখেছিলেন ....
আর রবি বাবুরা তাই লিখে নোবেল পায়।
বিয়ের আগে স্বপ্ন দেখিতে নাই মানা সবাই জানে
স্বপ্ন সবসমই দেখা যায়।
বেশ দামি কথা বলেছেন।
ধন্যবাদ আপনাকে।
আপনার জন্যও শুভকামনা।
তা একটু লাগবেই বৈকি!!
খাট থেকে পড়ার অভিজ্ঞতা আছে বুঝি?
নাকি নতুন বিয়ে হয়েছে আপনার?
তা না হলে শরম লাগলু কেনু?
অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য।
ধপাস!!!!!
ঐ যে দেখো সাইফুল ভাইয়া
হেসে গড়গড়ায়।
হা হা হা নিজেও হেসেছি অনেক লিখাটি শেষ করে।
অনেকদিন পর দেখলাম আপনাকে।
আমি কিভাবে এরকম ব্লগ বানাতে পারবো?
: : : : :
সত্যিই আমাড় দেখা সবচেয়ে সুন্দর ব্লগ হলো আপনার ব্লগটা।
অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!!
আর রাহ'বার ভাইয়ার আলোর বোধয় খুব সঙ্কীর্ণতা, তাই হারিকেন মশাই/দি সব সময় পাশাপাশি থাকার চেষ্টা করেন। রহস্যটা কি ?
আপনি যেনো খেতে ভুলবেননা।
মন্তব্য করতে লগইন করুন